শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকায় জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জলঢাকায় জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২৩ Views

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিদের বৈষম্য দূরীকরণের লক্ষে  নীলফামারীর জলঢাকা উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে অনির্বাণ বিদ্যাতীর্থ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে মিলিত হয় শিক্ষক ও কর্মচারিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী রোকন, সহসভাপতি প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র, প্রধান শিক্ষক মোজাফফর রহমান, অধ্যক্ষ হেমায়েত আলম নবেল, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, অধ্যাপক জাফর আলী, সুপার গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশে সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দুর ও দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ঐক্য জোট জলঢাকা উপজেলা শাখার আয়োজনে কর্মসুচিতে বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারি অংশগ্রহণ করে।

Share This

COMMENTS