রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালন

সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালন

৪০ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ‘রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের পথে অকুতোভয় সৈনিকের ন্যায় এগিয়ে চলেছে দৈনিক নয়া দিগন্ত ‘ প্রতিপাদ্যে নানা আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেরটা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেককাটা হয়। এর আগে র‌্যালী ও পত্রিকার হকারদের মাঝে খাবার ও গেঞ্জি বিতরণ করা হয়। নয়াদিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনের সভাপতিত্বে ও নীলফামারী মিডিয়া গ্রুপের সহ সভাপতি সাংবাদিক শাহজাহান আলী মননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল লতিফ আল ফারুক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাবেক এমপি ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক এমপি ও শিল্প পরিবার ইকু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খান, দৈনিক যুগান্তর পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান শানু। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহিদুল সরকার দুলাল, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, চাপড়া কাশিরাম আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ পীরজাদা মাওলানা সাজেদুর রহমান, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ এবং সদস্য সচিব ও সাপ্তাহিক মানবসমস্যা পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল²ণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নজির, ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার সহকারী ব্যবস্থাপক এনামুল হক, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, নীলফামারী মিডিয়া গ্রুপের সেক্রেটারি রাশেদুল ইসলাম আপেল, সাংগঠনিক সম্পাদক সুলতানুল আরেফিন সহ সৈয়দপুর ও নীলফামারীর সাংবাদিক ও সূধীবৃন্দ।

Share This