বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যু, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ 

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যু, প্রতিবাদে এলাকায় বিক্ষোভ 

১৫ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি  ;  সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রদল নেতাচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকায় একটি ক্লিনিকেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) চাদপুর গ্রামের ফজল হকের ছেলে। এনায়েতপুর থানার সৌদিয়া চাদপুর ইউনিয়ন বিএনপির সাবেকসাধারন সম্পাদক আনিছুর রহমান বলেন, আহত কবির হোসেন ঢাকার উত্তরা এলাকার একটিক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।   এরআগে মঙ্গলবার সন্ধ্যায় চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করাহয়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, কবির হোসেনের মৃত্যু সংবাদএলাকায় পৌছার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনায়েতপুরে বিএনপির একাংশের ২/৩শতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেতিল চাদপুর মোড় থেকে মিছিল বেরহয়ে এনায়েতপুর মেডিক্যাল কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মাঝে কেজির মোড়ে তারা সংক্ষিপ্তসমাবেশ করেন। এসময় সাবেক যুবদল নেতা আতাউর রহমান আতা, সাইদুল ইসলাম রাজ ও সাবেকছাত্রদল নেতা এস,এম কাশেম বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকান্ডে দায়ীদের শাস্তি দাবী করেন এবংএর কিছুক্ষণ পর এনায়েতপুর থানার সামনে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধনকরেছেন তারা। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাবেকএমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বরের নেতৃত্বে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের কিছুক্ষণ আগে বিএনপির রাজশাহী বিভাগীয়সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থক থানা বিএনপি’র সাবেক সদস্যসচিব মনজুর রহমান মঞ্জু শিকদারের নেতৃত্বে দলের একাংশের নেতাকর্মীরা তাতে বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয়পক্ষের ৭জন আহত হন। নিহত কবির হোসেন সাবেকএমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি রাত ১০টারদিকে বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত কবির হোসেনের মৃত্যুর সংবাদএলাকায় পৌছার পর তারাবির নামাজের সময় বিএনপির একাংশের নেতাকর্মীরা হত্যাকারীদেরফাসির দাবীতে থানার সামনে মানববন্ধন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্বজনরানিহতের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসছে। এ ঘটনায় এখনো কোন পক্ষ মামলা করেনি।
Share This

COMMENTS