শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে মানবিক সাহায্য নিয়ে সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের।

বাঁশখালীতে মানবিক সাহায্য নিয়ে সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলে বাংলাবাজার জলদাস পাড়ায় সম্প্রতি সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক সাহায্য হিসাবে ব্যক্তিগত তহবিল থেকে চাউল ও নগদ টাকা বিতরন করেছেন চাম্বল ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ফজলুল কাদের।
১৩ সেপ্টেম্বর’২২ ইং মঙ্গলবার সকাল ১০ টার সময় তিনি ২য় বারের মত বাংলাবাজার জলদাস পাড়ার অগ্নিকান্ড স্থলে হাজির হয়ে ক্ষতিগ্রস্থ জনগনের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং সব জায়গায় ঘুরে ঘুরে তাদের সহানুভুতি জানান। পরে তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ ৫শত টাকা প্রদান করেন, এসময় তিনি এলাকার এবং দেশ বিদেশে অবস্থানকারী বিত্তবানদের প্রতি বাংলাবাজার জলদাস পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেরকে মানবিক সাহায্য সহ এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, বন্যার পানিতে সব ভেসে গেলেও কিছু জিনিস হলেও সাঁতরে ধরা যায়, কিন্তু অগ্নিকান্ড এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় যেখানে অবশিষ্ট কিছুই থাকেনা। পশ্চিম চাম্বলের জলদাস পাড়ায় স্মরনকালের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের অবশিষ্ট কিছুই নেই। বর্ষায় খোলা আকাশের নিচে তারা মানবেতর জিবন যাপন করছে জানিয়ে দল-মত, ধর্ম-বর্ন সকলকে তিনি মানবিক সাহয্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল সাহেব, দোলন বাবু, এখলাস ও মিজানুর রহমান।
৮০ বার ভিউ হয়েছে
0Shares