মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক

যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক

Views

ইয়ানূর রহমান : যশোরে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ হাসান নামের এক যুবককে আটক করেছে। আটককৃত হাসান উপশহরের শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে।
পুলিশ জানায়, ছোট ভাইয়ের বন্ধু হাসান তার ফোনে চার্জ নেই এ অজুহাতে বিবার রাত ৯টার দিকে ভিকটিমের বাড়িতে আসে। চার্জ দেওয়ার জন্য সে ভিকটিমকে অনুরোধ করেন। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর, ভিকটিম পাশের রান্নাঘরে যান। কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ভিকটিম। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।

সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে  ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে  এবং ভিকটিম নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান  পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন।

ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়।#

Share This

COMMENTS