বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের ওপর বরখাস্ত এসপির হামলা, থানায় অভিযোগ 

সাংবাদিকদের ওপর বরখাস্ত এসপির হামলা, থানায় অভিযোগ 

Views
নাটোর প্রতিনিধি   :;  নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।
গত রাতে নাটোরের কর্মরত ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের রিপোর্টার কাউছার হাবীব বাদি হয়ে এই অভিযোগ দায়েন করেন।
অভিযোগে বলা হয়— ময়মনসিংহ রেঞ্জে সংযক্তু বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক স্ত্রী কে নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। এসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই খবর পেয়ে নাটোরের গণমাধ্যম কর্মীরা কোট হাজতের সামনে উপস্থিত হয়ে ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার আমাকে সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পার্সনের ওপর হামলা করে।
এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন সংশোধনী ২০১৯ এর ৪ ধারা মোতাবেক দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।
এসময় নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবনসহ নাটোরের তিন‌ প্রেসক্লাবের সাংাদিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Share This

COMMENTS