বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে বিজিবির অভিযানে ফের ১ কোটি টাকার ভারতীয় মাদক ও পণ্যসামগ্রী জব্দ

যশোরে বিজিবির অভিযানে ফের ১ কোটি টাকার ভারতীয় মাদক ও পণ্যসামগ্রী জব্দ

১২ Views

ইয়ানূর রহমান : সীমান্তে বিজিবির অভিযানে ফের ১ কোটি টাকার ভারতীয় মাদক ও  পণ্যসামগ্রী জব্দ হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বেনাপোল বিওপি, আইসিপি,  মড়াখালী চেকপোস্ট, শিকারপুর বিওপি এবং যশোর ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে এ মাদক ও পণ্যসামগ্রী  জব্দ করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী  এ আটকের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, উল্লেখিত সীমান্তে অভিযান লিয়ে বিপুল পরিমাণে অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিক্স সামগ্রী  আটক করা হয়েছে। যার সিজার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৬৩ হাজার ৬৮০ টাকা।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার  চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের আটক অভিযানে চোরাচালানীদের মাদক ও  পণ্যসামগ্রী জব্দের তালিকা ভারি হচ্ছে। প্রতিনিয়ত, এভাবে আটক অভিযান চলতে   কলে একসময়ে চোরাকারবারিরা নিরুৎসাহিত হয়ে অবৈধ কারবার ছেড়ে দিয়ে বৈধ পথে ব্যবসায় ফিরে আসবে, তাতে সরকারের বাড়বে বিপুল পরিমাণে রাজস্ব আয়।

Share This

COMMENTS