শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে প্রাণিসম্পদ দপ্তরে’র মুরগির গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

দুর্গাপুরে প্রাণিসম্পদ দপ্তরে’র মুরগির গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে মুরগির গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয়ে এ সামগ্রি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিশদ আলোচনা করেণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিমু দাস। এ সময় অফিসের অন্যান্য স্টাফসহ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিমু দাস বলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রকল্পটি সার্বিক তত্বাবধান করছে। দারিদ্র্য নিরসনে প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই প্রকল্পের আওতায় সমন্বিত পদ্ধতিতে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS