
আইবিডাব্লিউএফ চট্টগ্রাম মহানগরের ইফতার মাহফিলে ড. আ জ ম ওবায়দুল্লাহ

৩১ Views
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মাহে রমজানের উদ্দেশ্য তাক্বওয়া অর্জন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়দুল্লাহ। চান্দগাঁও ও মুরাদপুর অঞ্চল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী থানা চট্টগ্রাম বিজনেস ফোরামের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
৫ মার্চ বুধবার মুরাদপুরের কে প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়। রাশেদুল আজম মঞ্জুর সভাপতিত্বে ও সরওয়ার উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাসের।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ জ ম ওবায়দুল্লাহ্ বলেন, মাহে রমজানের উদ্দেশ্য তাক্বওয়া অর্জন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করা। তদ্রুপ এই তাক্বওয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার ভয় অন্তরে রেখে ব্যবসা করে জনগণের আস্থা অর্জন করাও আল্লাহ তায়ালা সন্তুষ্টির অংশ। আমরা যেমন সিয়াম পালন করে তাক্বওয়া অর্জন করতে পারি ঠিক এই নিয়মে আল্লাহ রাসুলের পন্থায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাক্বওয়া অর্জন করা যায়।
রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজনেস ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহজাহান মো. মহিউদ্দিন, আইবিডাব্লিউএফ, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. হারুন উর রশীদ, সহ সভাপতি শওকত হোসেনসহ অন্যান্যরা।