বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরের পল্লীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর অবস্থা আশঙ্খাজনক

যশোরের পল্লীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর অবস্থা আশঙ্খাজনক

৪৭ Views

ইয়ানূর রহমান : বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা যশোরের মনিরামপুরে আজাদুল ইসলাম নামে এক ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ির কাছ থেকে এক লাখ টাকা  ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।  তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজাদুল ইসলাম উপজেলার মধুপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী।

উপজেলার বিএনপি নেতা নবিরুজ্জামান আজাদ জানান, মধুপুর বাজারে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজাদুল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো  অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ  ময় আজাদুল চিৎকার করলে ছিনতাইকারীরা তার হাতে ও গলায় উপর্যুপরি কুপিয়ে  রক্তাক্ত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আজাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি
হলে ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল  পরিদর্শন করেছে।

Share This