শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে উদ্ভাবনী ধারণা/উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরলে উদ্ভাবনী ধারণা/উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩ Views

আতিউর রহমান, বিরল ( দিনাজপুর) ;; নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা/উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিরল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইশতিয়াক আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বরকত উল্লাহ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরল জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুর রশিদ প্রমূখ। আলোচনা সভা শেষে উদ্ভাবনী ধারণা/উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

Share This

COMMENTS