বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত অটো ভ্যান চালক আলামিন

সড়ক দুর্ঘটনায় নিহত অটো ভ্যান চালক আলামিন

১৬ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: আলামিন হোসেন আশিক (২২) বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ি হতে গুড় বোঝায় করে রাজশাহী-নাটোর মহাসড়কে নাটোর বাবুর পুকুরপাড় মাজার এলাকায়  পৌছালে অপরদিক থেকে দ্রুতগতির একটি বাসের সাথে আটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোভ্যান চালক আলামিন গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আলামিন হোসেন আশিক রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া গ্রামে বাসিন্দা সামসুল ইসলামের একমাত্র ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধার পর তার নিজ গ্রামে জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ দাফনের অনুমতি দিয়েছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয়  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল আজিজ।

Share This