সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বাঘায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Views
বাঘা (রাজশাহী) প্রিতিনিধি : রাজশাহীর বাঘায় তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মাহফিলের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকরা মাহফিলের প্রচার ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে মাহফিলের সফলতা ও সুষ্ঠুতা নিশ্চিত করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
গতকাল বিকাল ৫ টার সময় বাঘা সাহদোলা সরকারি কলেজের একটি রুমে এই আলোচনা ও মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন তাফসীরুল কোরআন মাহফিল এর সভাপতি মোঃ কামরুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আব্দুল্লাহ আল মামুন নুহু সহ-সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা, মাওলানা জিন্নাত আলী সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘা রাজশাহী, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, সাবেক আমীর  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌরসভা, সাংবাদিক আব্দুল লতিফসহ অন্যান্য প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
আলোচনায় বক্তারা সাংবাদিকদের বলেন, এ ধরনের মাহফিলে বক্তা আল্লাহর কথা, রাসূল (সা.)-এর হাদিস, ইসলামের আধ্যাত্মিক ও সামাজিক দিক নিয়ে আলোচনা করেন। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ইসলামের সঠিক পথ দেখানো, তাদের অন্তরে ঈমান এবং নৈতিকতা বৃদ্ধি করা। এতে সাধারণত মানুষের জীবনের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়, যেমন—তাদের জন্য পাপ থেকে বিরত থাকা, সৎভাবে জীবন যাপন করা, ঈমানের শক্তি বৃদ্ধি করা এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করা।

এ ধরনের মাহফিলের মাধ্যমে সমাজে শান্তি, সুশৃঙ্খলা এবং সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এই ধরনের ধর্মীয় আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

Share This

COMMENTS