বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে খামারের দূর্গন্ধ ও মেশিনের শব্দ বন্ধ করতে গিয়ে প্রতিপক্ষের মারপিট

ফুলবাড়ীতে খামারের দূর্গন্ধ ও মেশিনের শব্দ বন্ধ করতে গিয়ে প্রতিপক্ষের মারপিট

৮১ Views

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মোঃ শহীদ মিস্ত্রীর গরুর খামারের আবর্জনা ময়লার দুর্গন্ধ ও খড় কাটা মেশিন এর শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মোঃ অলি উল্ল্যাহ্ গত রবিবার সন্ধ্যা ৬টায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ শহীদ মিস্ত্রীর মারপিটে আহত হন মোঃ অলি উল্ল্যাহ্ ও মুক্তা বেগম। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার উত্তর সুজাপুর গ্রামে বসতি এলাকায় খামার করে গরু পালন করছে ও শব্দ দূষণ মেশিন বসিয়ে গরুর খড় কাটেন শহীদ মিস্ত্রি। সেই খামারের ময়লা, আবর্জনা জমা করেন বাড়ির পার্শ্বেই দূর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি খড় কাটা মেশিন এর শব্দে ঘুমাতে পারছে না এলাকাবাসী। দুর্গন্ধ ও শব্দ দূষণ নিরশনের জন্য গত ১১/০৮/২০২৪ইং তারিখে পৌরসভায় একটি লিখিত অভিযোগ দেন অলি উল্ল্যাহ্। উল্লেখ্য যে, গত রবিবার পৌরসভায় অভিযোগ করলে তা তদন্ত করার নির্দেশ দেন পৌর মেয়র। সেই প্রেক্ষিতে ফুলবাড়ী পৌরসভার স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ মুরাদ জানান, তদন্ত করে দেখা যায় সেখানে এ ধরনের গরুর ছানি কাটা মেশিন বসিয়ে শব্দ দূষণ করছেন এবং পরিবেশ নষ্ট করছেন। পৌরসভা থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। সেই ঘটনা তদন্ত করতে গেলে শহীদ মিস্ত্রি ক্ষিপ্ত হয়ে মোঃ অলি উল্লাহ্ ও তার স্ত্রীকে মারধর করেন। তদন্ত করতে গিয়ে দুপক্ষকে থামাতে গিয়ে পৌরসভার স্বাস্থ্য ইন্সপেক্টর মোঃ মুরাদ আহত হন। বর্তমানে তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য যে শহীদ মিস্ত্রী মোঃ অলি উল্ল্যাহ কে বাড়ী করার পর থেকে নানা রকম হয়রানী করছেন বলে অলি উল্ল্যাহ জানান। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী মোঃ অলি উল্ল্যাহ্।

Share This

COMMENTS