সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাকুরী দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

চাকুরী দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

৪১ Views

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ; চাকুরী দেয়ার নাম করে ও ধার নিয়ে টাকা ফেরত না দেয়ায় প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে পার্বতীপুরে অবস্থিত সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য দুলাল চন্দ্র রায়ের (৩৯) বিরুদ্ধে। ওই পুলিশ সদস্য নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর বাড়াইশাল এলাকার শ্রী লক্ষী প্রসাদ এর ছেলে।
নওগাঁ জেলা জজ কোর্ট এর আইনজীবি সঞ্জীব সরকারের লিগ্যাল নোটিশ এর প্রেক্ষিতে জানা গেছে, পুলিশ সদস্য দুলাল চন্দ্র রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ রেলওয়ে পুলিশে চাকুরীকালীন সময়ে রেলওয়ে নিরাপত্তা সদস্য (আরএনবি) মোঃ সাইফুল্লাহর কাছে ধার বাবদ ৯ লক্ষ টাকা নেয়। অনেকবার টাকা চাওয়া সত্তে¡ও টাকা ফেরত না দিয়ে পুলিশ সদস্য দুলাল চন্দ্র রায় ৩০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার ও চেক প্রদান করেন।
অভিযোগকারী মোঃ সাইফুল্লাহ বলেন, একই স্থানে চাকুরী করার কারনে উভয়ের মধ্যে সুসম্পর্ক তৈরী হয়। এরই খাতিরে সে চাকুরী দেয়ার নাম করে ও ধার হিসেবে ৯ লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন হলেও টাকা ফেরত না দিয়ে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করে ও চেক প্রদান করে। চেকটি তার একাউন্ট নম্বরে জমা দিলে অপর্যাপ্ত তহবিল থাকায় চেকটি ডিজঅনার হয়।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের পশ্চিমে রেলওয়ে পার্কে কয়েকজন দোকানদার জানান, ওই পুলিশ সদস্য অনেককে সেনাবাহিনী ও পুলিেেশ চাকুরী দেয়ার নাম করে অনেক টাকা নিয়েছেন। বর্তমানে ধরাছোঁয়ার বাইরে আছেন। অনেকদিন পার্কে আসেন নি।
অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য দুলাল চন্দ্র রায়কে পার্বতীপুর রেলওয়ে টাউন ফাঁড়ি পুলিশ ব্যারাক, সৈয়দপুর ও তার স্থায়ী ঠিকানা গ্রামের বাড়িতে না পেয়ে মুঠো ফোন ০১৩০৯৪৯০৪৯৬ নম্বরে কল দিলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে। হোয়াটস অ্যাপে রিং হলেও রিসিভ করেনি। ওই নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
পার্বতীপুর সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চ্জা মোঃ সোয়াইব এর সাথেও মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য দুলাল চন্দ্র রায় গত দেড় মাস থেকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের কাছে অনুপস্থিতির তথ্য পাঠানো হয়েছে।

Share This