শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংড়ায় এ পর্যন্ত ১৩জন গ্রেপ্তার ‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

সিংড়ায় এ পর্যন্ত ১৩জন গ্রেপ্তার ‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় ইউপি চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

৯২ Views

নাটোর প্রতিনিধি  :: নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা এবং পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম সরকার। এ দুজন নিয়ে সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরে গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share This