শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পার্বতীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় পৌর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আমজাদ হোসেন।

এতে সভাপতিত্ব করেন- পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- লেখক ও সাংস্কৃতিক কর্মী প্রদীপ দত্ত। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক অভির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈদুল আলম শান্তু, আব্দুর রহমান হামিদী, পার্বতীপুর ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মাষ্টার, যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর দপ্তর সম্পাদক মোরর্শেদ প্রামানিক বাবু ও প্রচার সম্পাদক সোহেল সানী প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares