শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

ঘোড়াঘাটে ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

৪৭ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেবব্রæয়ারী) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের মাঠে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ভান্ডারী গং প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢোল তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে নারী পুরুষ একত্রে হয়ে গান বাজনা ও জিকিরের নামে ভন্ডামি, মাদক সেবন, মাজার এলাকায় মসজিদ না থাকা, প্রতি বছর ১৮ ফাল্গুন ওরসের নামে গান-বাজনার মাধ্যমে ভন্ডামি করে থাকেন। এছাড়া ইসলাম ও কোরআনের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচারে লিপ্ত থাকেন। বক্তব্য শেষে সমাবেশের সভাপতি আগামী ১০ ফাল্গুন, ২৩ ফেব্রæয়ারী সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও ১৭, ১৮, ১৯ ফাল্গুনে মাজারের বিপরীত পাশে মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়ে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী ও স্থানীয় এলাকার হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

Share This