শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৮ Views
স্টাফ রিপোর্টার ॥ রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতার শুরুত্বেই জাতীয় ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। প্রতিযোগিতায় সর্বমোট ৬০টি ইভেন্টে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের মনোমূগ্ধকরণ পরিবেশনায় একাধিক ডিসপ্লে উপভোগ করেন আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, পরিচালক (সাধারণ) মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (সাধারণ) মোঃ দেলোয়ার হোসেন, পরিচালক (এসোসিয়েট) মোঃ সারওয়ার জাহান মানিক, পরিচালক (এসোসিয়েট) মোঃ হারুন-অর-রশিদ, পরিচালক (এসোসিয়েট) মোঃ রেজাউল ইসলাম, পরিচালক (এসোসিয়েট) মোঃ সাবিহুল হক ও পরিচালক (এসোসিয়েট) হাসান মাহবুব আখতারসহ অন্যান্য পরিচালক, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলী ও অন্যান্য পরিচালকবৃন্দ।
Share This

COMMENTS