শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে অচেতন নাশক স্পে, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

ঘোড়াঘাটে অচেতন নাশক স্পে, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

৯০ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সরকারী শিক্ষকের বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কশিগাড়ী গ্রামের উৎপল কুমারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫/৭ জনের ডাকাত দল তার বাড়ীতে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের অচেতন নাশক স্পে করে উৎপল কুমারের মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত তিনটার দিকে অৎপল কুমারের বাড়ীর দরজা খুলে তার পরিবারে সবাইকে অচেতন নাশক কিছু স্পে করে তার মেয়েকে জিম্মি করে। নগদ পঞ্চান্ন হাজার টাকা, এক থেকে দেড় ভরি স্বর্ণ ও ৩২’ স্মার্ট টিভি, ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যা ভুক্তভোগীর মেয়ে উপমা সরকার জানান, ডাকারা আমার ঘরে ডুকার পর আমাকে ঘুম থেকে তুলে তারপর আমাকে হুমকি দেয় যে আমাকে আমাকে মারবে আমার বাবা মাকে মারবে তারপর আমি তাদেরকে কিছু না বলে আমি বলি আপনাদের যা ইচ্ছা হয় তাই করেন। তার ওরা আমাকে রুম থেকে বাহিরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার হাতের ব্যাচ ছিল সেই ব্যাচ নিয়ে গেছে। আবার নুপুর ছিল তারপর সব কিছু নেওয়ার পর আমাকে ঘরে বেধে রেখে চলে গেছে। ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় বিস্তারিত জানা যাবে।

Share This