শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে সরিষা বোঝাই ভুটভুটি উল্টে চালক নিহত

সাপাহারে সরিষা বোঝাই ভুটভুটি উল্টে চালক নিহত

২০৭ Views

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া আন্ধার দিঘী গ্রামে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি চালক আলমগীর হোসেন (২৬) নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন হাপানিয়া আন্ধার দিঘী গ্রামের মোঃ জমশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কৃষক আলমগীর তার ভুটভুটি নিয়ে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষা বোঝাই করে বাড়ি ফিরছিলেন। গ্রামীন মেঠো পথে চলন্ত অবস্থায় তার ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালের মধ্যে যায় এবং সরিষা বোঝায় ভুটভুটির নিচে তিনি চাপা পড়েন।
স্থানিয় কৃষকরা দৌড়ে এসে সরিষা বোঝাই ভুটভুটির নিচ হতে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার চেষ্ট কবরেন কিন্তু ততক্ষনে ভুটভুটি চালক আলমগীর সেখানেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share This