শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পত্নীতলায় দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন 

পত্নীতলায় দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন 

১৪ Views
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ‘উইডেভস ফাউন্ডেশন’ ও পত্নীতলা উপজেলা সমিতি ‘পউস’ এর যৌথ উদ্যােগে দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রম এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এসময় দারুল আমান এর উদ্দেশ্য লক্ষ্য কর্মপরিধি ও পরিকল্পনা এবং ইউডেভস ফাউন্ডেশন পরিচিতি সভা ও উন্মুক্ত আলোচনায় মূল্যবান মতামত তুলে ধরেন সচেতন নাগরিক সমাজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে দারুল আমান পরিচালনা পর্ষদের পরিচালক ও পউস’র প্রতিষ্ঠাতা মু. হাবিব সাত্তি’র সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউডেভস ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিটিও তারেক হাসান।এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- পউস পাঠাগারের সাধারণ সম্পাদক  প্রাক্তন কৃষি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুর রউফ মান্নান, সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক সামসুজ্জোহা, গগনপুর ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোতাহার হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় পউস’র স্বেচ্ছাসেবক সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
Share This

COMMENTS