বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

কাজী এনায়েত, রাজশাহীঃ

রাজশাহী জেলার তানোরে পিচ বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহতের নাম, নাঈম
হোসেন (২৮) সে তানোর সদর গ্রামের সাইফুল ইসলামের পুত্র।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর থানা মোড়ের দক্ষিনে তানোর এন্টার প্রাইজের সামনের রাস্তায়। ঘাতক ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। অপরদিকে লাঁশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, তানোর রাজশাহী সড়কের থানা মোড়ের দক্ষিনে তানোর এন্টার প্রাইজের সামনে পিচ বহনকারি ট্রাক তানোর থানা মোড়ের দিকে আসছিলো এবং মোটরসাইকেল আরোহী গোল্লা পাড়া বাজারের দিকে যাচ্ছিলো।

এসময় ট্রাকের সাথে মোটরসাইকেলটি বেধে গিয়ে পেছনের চাকার নিচে পড়ে যায়। তবে, চলন্ত ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলসহ আরোহীকে ছেচড়ে প্রায় ১০ থেকে ১২ ফিট নিয়ে যায়, এতে নাঈদের শরীর বিভিন্ন অংশের থেতলে যায়।

এ ব্যাপারে তানোর থানার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares