মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

৫৪ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : ”আমরা মাদক মুক্ত সুস্থ জাতি চাই” এই ¯েøাগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে হিউম্যানিটি অফ সৈয়দপুর এর উদ্যোগে পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের বাঙ্গালীপুরে গত রবিবার (১২ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আশরাফুল ইসলাম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোঃ মারুফ হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, হিউম্যানিটি অফ সৈয়দপুরের সভাপতি শাহাবাজ খান ও উপদেষ্টা আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও উক্ত সংগঠনের সদস্য সহ এলাকাবাসীর উপস্থিত ছিলেন। এসময় আলোচনা সভায় এলাকাবাসী কিভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করেন। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রæতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমাদের ৬নং ওয়ার্ড থেকে শুরু হোক মাদক নির্মূল কমিটি। যাতে সৈয়দপুরে কোন মাদক কেনা বেচা না হয়। এদিকে দৃষ্টি রাখতে হবে সবাইকে। এছাড়াও মাদক বিরোধী আলোচনা শেষে অসহায় গরীব দুঃস্থদের মাঝে লেপ ও কম্বল বিতরণ করা হয়।

Share This