শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
র‌্যাব-৫ অভিযানে অটো রিক্সাসহ সংঘবদ্ধ চোর সদস্য গ্রেফতার

র‌্যাব-৫ অভিযানে অটো রিক্সাসহ সংঘবদ্ধ চোর সদস্য গ্রেফতার

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ০৬ আগস্ট ২০২২ তারিখ রাত্রী-০৪.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বাজে কাজলা (ফুলতলা) গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন স্বীকার করে যে, তারা ও তাদের পলাতক সহযোগী অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরেরাসহ সঙ্গোপনে অজ্ঞাত স্থান হতে ব্যাটারী চালিত অটো রিক্সা ও ইজি বাইক চুরি করে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয় ও পার্টস খুলে নষ্ট ইজি
বাইক ও অটো রিক্সায় সংযোজন করে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে উক্ত অভিযানে, চুরিকৃত ০৪ টি অটো রিক্সাউদ্ধার করেন এবং আসামী মোঃ বিসু আলী (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং-বাজে কাজলা (কড়ইতলা), মোঃ মনিরুল ইসলাম @ মনি (২৬), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-বাজে কাজলা (ফুলতলা), রুবেল (২৯), পিতা-মেরাজ, সাং-বাজে কাজলা (ফুলতলা), সর্ব থানা-মতিহার, রাজশাহী মহানগরগনদের‘কে গ্রেফতার করা হয়।ধৃত চোরাকারবারীর ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন চোরাকারবারী মুক্ত সমাজ গরুন।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares