বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়া  সহিংসতামুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে মানববন্ধন ও পথসভা

দুপচাঁচিয়া  সহিংসতামুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে মানববন্ধন ও পথসভা

৭৬ Views

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

দুপচাঁচিয়া  সহিংসতামুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

অদ্য ১৮-০১-২০২৫ খ্রিঃ বেলা ১০:৩০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকায় দুপচাঁচিয়া পৌরসভার অন্তর্গত সি ও অফিস বাসস্ট্যান্ড মোড়ে প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে সহিংসতা মুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও পথসভার সভাপতিত্ব করেন  বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া,বগুড়া। সহকারী অধ্যাপক আবুল বাশার এম্বাসেডর।পিএফজি দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাবেক সমন্বয়কারী ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোসাব্বর  হাসান মুসা। সদস্য অসীম কুমার দাস সভাপতি পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া ।দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক।   আরো উপস্থিত ছিলেন  মোঃ আনারুল আজাদ লিটন, সাধারণ সম্পাদক, সু শাসনের জন্য নাগরিক(সুজন), এ কে এম  মনিরুল ইসলাম খান স্বপন, এম্বাসেডর ও  সভাপতি, উপজেলা বিএনপি দুপচাঁচিয়া, বগুড়া। মোঃ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ও সমন্বয়কারী । দুপচাঁচিয়া মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মনোয়ারা বেগম নাজু। সোভা সংস্থার মমতাজ মহল সহ  অন্যান্য নেতৃবৃন্দ।

দি হাঙ্গার প্রজেক্ট  বাংলাদেশ এর কো অডিনেটর  রুকনুজামান রুকুন। পরে সোভা সংস্থায় আলোচনা সভা  পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের মতাদর্শ পরিবর্তনের দুপচাঁচিয়া উপজেলার বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে।

Share This