পটুয়াখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক রাস্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পদাক মাহাবুব ফরাজি, উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম খান, যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেন, সাধারন সম্পাদক সালাহউদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক হাসান জিদনি সহ উপজেলা, ইউনিয়ান ও ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ।