সুপারভাইজার ও গননাকারীদের প্রশিক্ষন
৩১ Views
পটুয়াখলী প্রতিনিধি।অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এবিষয়ে দশমিনা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও প্রশিক্ষক মো. মনিরুল হক জানান, ৪ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে আগামী ১০ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শুমারির কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে। এই ১৬ দিনের মধ্যে প্রতিজন গণনাকারীকে ১৫০টি করে অর্থনৈতিক কর্মকাণ্ড খানার তথ্য সংগ্রহ করতে হবে। এ কার্যক্রম সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।
এসময়- উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান, উপপরিচালক জেলা পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হুসাইন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও প্রশিক্ষক মো. মনিরুল হক, জোনাল অফিস জোন-১,২ ও ৩, আইসিটি অফিসার মো. রাশেদুল ইসলামসহ তিন জোনের ১৮জন সুপারভাইজার ও ৯৬জন গননাকারী উপস্থিত ছিলেন।