বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক হানিফ’র জানাজা সম্পন্ন
১১ Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো.আমজেদ আলী মৃধার দ্বিতীয় ছেলে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক আবু হানিফ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন ইন্না-লিল্লাহ—–রাজিউন। শনিবার বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পটুয়াখালী থেকে বরিশাল যাবার পথে নিজ বহনকারী মোটরসাইকেলে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় কাঠভর্তি ট্রাকের সাথে ধাক্কালেগে গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫বছর। মৃত্যু কালে তিনি মা-বাবা, ২ভাই, ২বোন, স্ত্রী, ১ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম ও বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় এবং বিকাল ৩টায় নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে ক্রীড়া, সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।