বোদায় সাইকেল বিতরণ
১৩ Views
মোঃ আব্দুল্লাহ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় শিক্ষার মান বাড়াতে জেলা পরিষদের উদ্যোগে বোদা মহিলা মহাবিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্তরে এই সাইকেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, বাই সাইকেল সেটি শিক্ষা উপকরণই শুধু নয়, এটি শিক্ষার্থীদের মনোবল বাড়াবে। কলেজ জীবনে চালিকাশক্তি হিসেবে তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। ভালো পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠার প্রত্যাশা করেন।