বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুমোদন ব্যতিত ফুটবল কোচিং কোর্স নিয়ে নড়ে বসেছে বাফুফে। 

অনুমোদন ব্যতিত ফুটবল কোচিং কোর্স নিয়ে নড়ে বসেছে বাফুফে। 

১৮৭ Views
পঞ্চগড়ের গুলজার মামুন কান্ডের নিউজের ২৪ ঘন্টা না পেরুতেই বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির অধিনে বাফুফে, এএফসি’র ইন্সট্রাকটরদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ফুটবল কোচিং কোর্স আয়োজিত হয়ে থাকে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে বাফুফে অনুমোদন ছাড়া ও বাফুফে লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান/ সংস্থার নামে ফুটবল কোচিং কোর্স আয়োজন করে থাকে। বাফুফের অনুমতি ব্যতিত কোন ব্যক্তি/ প্রতিষ্ঠান/ সংস্থা  বাফুফের নাম ও লোগো  ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। বাফুফে অনুমোদিত কোর্স ব্যতিত যদি কোন প্রশিক্ষক বা প্রশিক্ষণার্থী এ ধরনের কোর্সে অংশগ্রহণ করে বা কোর্স ফি প্রদান করে সেক্ষেত্রে বাফুফে কোন দায় দায়িত্ব গ্রহন করবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অতিশিগ্রীর কোচ এডুকেশন ক্যালেন্ডার ২০২৫ প্রকাশ করা হবে। এদিকে বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টনের সাথে কথা বললে তিনি বলেন, বাফুফে গ্রাসরুট কোচেস কোর্স ফেডারেশনের অনুমোদন ব্যতিত পঞ্চগড়ের যারা এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন তারা কেউ বাফুফের স্টেক হোল্ডার নন। স্টেক হোল্ডার নয় মানে তারা অপরিচিত। এজন্য তাদের প্রতি কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন কিংবা শোকজ করা হচ্ছে না। তবে মামুনকে ফেডারেশনে ডেকে এই বিষয়ে অবগত করা হয়েছে।
Share This