নেত্রকোণায় যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
১২ Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় চকাপাড়াস্থ কোর্ট স্টেশন প্রাঙ্গণে নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ- সভাপতি ও নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ- সভাপতি ও নেত্রকোণা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী
সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে অসহায়, গরীব, দুস্থ, ছিন্নমূল সহস্রাধিক শীতার্ত নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।