ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা ছাত্রদলের পতাকা উত্তোলন বর্ণাঢ্য আনন্দ র্যালি
এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : আন্দোলন সংগ্রাম ও ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে সকাল ৯টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু হয়।
সকাল ১০টা থেকেই জেলা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী বিভিন্ন নেতার নেতৃত্বে ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে আনন্দ বাজার বালুর মাঠে নেতাকর্মীরা জড়ো হয়। দুপুর ১২টায় আনন্দ বাজার বালুর মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌফিক খান মিল্কী, সহ সভাপতি রায়হান ফারাস বাপ্পী, সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সহ সভাপতি শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান বর্ণাঢ্য আনন্দ র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বেলা ১টায় দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।