বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১১ Views

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : ‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ পরিচালনা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর আহবায়ক এ টি এম এ রাজ্জাক এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ^াস।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য প্রাক্তন ফুটবলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, হাইকোর্টের আইনজীবী খায়রুল রশিদ খান পাঠান সাহের প্রমূখ।
সদস্য সচিব মোঃ শফিউল আলম খান জানান, প্রতিযোগিতায় এককে ২০টি টিম, দ্বৈতে ৪২টি টিম ও ৪৫ উর্ধ্ব ১৬টি টিম অংশ গ্রহন করছে।

Share This

COMMENTS