শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে ইউএনও’র ভেজাল বিরোধী অভিযান

মোরেলগঞ্জে ইউএনও’র ভেজাল বিরোধী অভিযান

১১ Views
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট নাজমুল ইসলাম আকস্মিক বাজার মনিটরিং ও  ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সদ্য যোগদানকৃত এ নির্বাহী ম্যাজিস্টেট মোরেলগঞ্জ বাজারের কয়েকটি দোকান ও নব্বইরশী বাসস্ট্যান্ডে কয়েকটি বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ  ও মেয়াদউর্তীর্ন খারার সংরক্ষনের কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫৩, ৫২ ধারা লঙ্ঘনের অপরাধে মোট ২৮ হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের  নেতৃত্বে  ভ্রাম্যমান আদালতের এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি  না করা  ও মেয়াদউতীর্ন খাবার বিক্রয় না করা এবং মূল্য তালিকা প্রদর্শন  করার নির্দেশনা দেন।  মোরেলগঞ্জ থানা পুলিশের সহকারি উপরিদর্শক   কামাল হোসেন  সহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্তিত ছিলেন।

ভেজাল বিরোধী অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম বলেন, আমরা মোরেলগঞ্জ পৌর শহরে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কয়েকটি ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কনফেকশনারি পণ্য পাই এবং বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাই যার অপরাধে তাদেরকে জরিমানার আওতায় আনা হয় বলে তিনি জানান।
এ সময় তিনি আরও বলেন বাজার নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে,জনস্বার্থে মোরেলগঞ্জে এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Share This

COMMENTS