শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরে সনাতন ধর্মালম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা 

নাটোরে সনাতন ধর্মালম্বীদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা 

Views
নাটোর প্রতিনিধি ; নাটোরে সনাতন হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটাার সময় শহরের শ্রীঁ শ্রীঁ মহা প্রভুর মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. প্রসাদ কুমার তালুকদারের সঞ্চালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত (নাটোর- নলডাঙ্গ) সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামাযাতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সম্মিলিত পেশাজীবী বিভাগের সভাপতি প্রফেসার মোঃ সাইদুর রহমান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যাম সুন্দর আগরওয়ালা, নাটোর পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা প্রফেসর সুবীদ কুমার মৈত্র অলক, নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সহ- সভাপতি এ্যাড. খগেন্দ্রনাথ রায় ও জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল।
জামায়াত নেতৃবৃন্দরা বলেন, আমরা কোন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নই। আমাদেরকে সব সময় একটি গোষ্ঠি অসাম্প্রাদায়িক হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী সব সময়ই সাম্প্রাদায়িক সম্পীতি সুরক্ষায় অনবদ্য ভূমিকা রেখেছে। আমরা সব ধরনের বিভেদ ভুলে মুসলিম – হিন্দু কাধে কাদ মিলিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
তারা আরো বলেন, হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গা পূজা। এই উৎসবকে তারা যেনো সুন্দর সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে তার সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর সদর পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যাড. প্রদীপ কুমার, জামাযাতের শহর আমীর মোঃ রাশেদুল ইসলাম রাসেদ, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আফতাব আলী, নাটোর পৌরসভা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুকুমার শীল ও সাধারণ সম্পাদক অশোক চক্রবত্তীসহ উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Share This

COMMENTS