শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

৫২ Views

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ব্যানারে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৪টায় খাগড়াছড়ির লক্ষ্মী-নারায়ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষে হয়। পরে মানববন্ধন করা হয়।

দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ৮ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়। বক্তারা বলেন, নৈতিক দায়িত্ব থেকে আমাদের যৌক্তিক দাবী সরকারের কাছে উত্তাপন করলাম। সরকার সকল সম্প্রদায়ের পাশাপাশি সনাতনী ধর্মের প্রাণের দাবি মেনে নিলে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিষ্ঠা হবে মন্তব্য করেন তিনি।

এতে সারাদেশের হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদ জানাতে হাজার মানুষ অংশগ্রহণ করে । সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা ৮ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

Share This