বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে ছয় মামলায় সাবেক মন্ত্রী, মেয়র, চেয়ারম্যানসহ আসামি ১৪৩৭

গোলাপগঞ্জে ছয় মামলায় সাবেক মন্ত্রী, মেয়র, চেয়ারম্যানসহ আসামি ১৪৩৭

৪২ Views

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় পুলিশ-বিজিবি, ছাত্র জনতার সংঘর্ষ ও হত্যা মামলার ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক ছয়টি মামলায় সাবেক মন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১ হাজার ৪৩৭ জনকে আসামি করা হয়। পৃথক ৬টি মামলায় এজহার সূত্রে জানা যায়,
তাজ উদ্দিন হত্যা মামলা: ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলি বেগম (২৮) বাদি হয়ে বুধবার (২৮ আগস্ট) রাতে এ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেকমন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান (৬০), কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন (৫৫), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর (৪৫),সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মোট ২৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে ৪৮জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় এ হত্যা মামলায় দায়ের করা হয়।
নিহত তাজ বারকোট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪০)। ৬ ভাই-বোনের মধ্যে তাজ উদ্দিন ছিলেন সবার বড়। তিনি পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক ।
গৌছ উদ্দিন হত্যা মামলা: ২৩ আগস্ট পৌর এলাকার উত্তর ঘোষগাঁও গ্রামের সেলিম উদ্দিনের ছেলে নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম(২৪) বাদী হয়ে সিলেট-৬ আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ ১৩৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০/২৫০ জনকে আসামি করে ৩৮৪জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা (৮/১৩৬) দায়ের করেন।
নিহত গৌছ উদ্দিন উপজেলার উত্তর ঘোষগাঁওয়ের মৃত মোবারক আলীর ছেলে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় রেজাউল করিম বলেন তাকে জোড় করে তাহার স্বাক্ষর নিয়ে কিছু লোক এ মামলাটি দায়ের করেন।
ছানি আহমদ হত্যা মামলা: ছানি আহমদ হত্যার ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় এলাকার ওয়াহিদ আলীর ছেলে কয়ছর আহমদ(৫৩) বাদি হয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১৮ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৮০/৯০ জনকে রেখে মোট ২০৮ জনকে আসামী করে মামলা (মামলা-১২/১৪০) করা হয়।
জয় আহমদ হত্যা মামলা: ২৭ আগস্ট দুপুরে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ (সিআর মামলা-২৯৮/২০২৪) এ গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের ছুরাই মিয়ার ছেলে মনোয়ার মিয়া তাহার ভাই দর্জি দোকানী জয় আহমদ (১৮) হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, পৌর কাউন্সিলার রুহিন আহমদ খান ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহসহ ৬৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতানামা আরোও ২০০/৩০০ জনকে আসামি করে মোট ৩৬৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।
মিনহাজ আহমদ হত্যা মামলা: ২৭ আগস্ট উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির পশ্চিম দত্তরাইল বাসাবাড়ি এলাকার আলা উদ্দিনের ছেলে নিহত মিনহাজ আহমদের ভাই সাঈদ আলম বাদি হয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল,ফলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হানিফ আহমদ খান সহ ৫৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে রেখে মোট ২০৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-১১/১৩৯) করেন।
নাজমুল ইসলাম হত্যা মামলা: ২৭ আগস্ট উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত  গ্রামের তৈয়ব আলীর ছেলে নিহত নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিনুর(২২) সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন(৬০) সহ মোট ১১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতানামা আরোও ১০০/১১০ জন রেখে মোট ২২৯ জনকে আসামী করে এ মামলা (মামলা নং-১০/১৩৮) দায়ের করা হয়।

Share This

COMMENTS