
ফুলবাড়ী উপজেলা জামায়াতের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

১০০ Views
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা জামায়াতের উদ্যোগে ১৩ই মার্চ (বৃহস্পতিবার) জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলার বিভিন্ন স্তরের সুধীজন ও বিশিষ্টজনদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংসদীয় আসন দিনাজপুর-৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যক্ষ সুলতানুল আলম, মঞ্জুরুল কাদের বাবু ও ফুলবাড়ী পৌর জামায়াতের আমির জয়নুল আবেদীন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা জমায়াতের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।