শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পিস্তল ও তাজা গুলিসহ নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আটক

পিস্তল ও তাজা গুলিসহ নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আটক

২৬৮ Views
 নাটোর প্রতিনিধি :; লালপুরে পিস্তল ও তাজা গুলিসহ নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা মোহরকয়া এলাকা থেকে দেশীয় অস্ত্র এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ মিমাংসা করতে এসে মেহেদী হাসান আরিফ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা  করে। এ সময় স্থানীয়রা অস্ত্রসহ মেহেদী হাসানকে আটক করে থানায় খবর দেন। ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, আটককৃত মেহেদী হাসান আরিফ কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তা আমর জানা নেই। অস্ত্রসহ আটকের ঘটনায় আরিফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
Share This