বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন

বাঘায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন সম্পন্ন

১০০ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্বচ্ছতায় ও জবাবাদিহীতা নিশ্চিত করতে প্রকোশো লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন করা হয়। তবে স্বচ্ছতার সাথে প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা খাতুনকে অভিনন্দন জানীয়েছেন উপজেলার ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সাড়ে ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে খাদ্য বিভাগ এ ডিলার নির্বাচন কার্যক্রমের আয়োজন করে। ডিলার নির্বাচনে উন্মুক্ত এ লটারি অনুষ্ঠিত হয়। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আসিফ ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তমাল মিয়া, উপজেলা উপ খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নে ১৪ টি কেন্দ্রের বিপরীতে ৪৯ জন আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ে ৪৮ টি আবেদনপত্র বৈধ হয় ও ১ জনের আবেদনপত্র বাতিল হয়। পরে যে-সকল কেন্দ্রে একাধিক ডিলারশিপ প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এছাড়া ৩ কেন্দ্রে একাধিক বৈধ আবেদন না থাকায় তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় ডিলারশিপ নির্বাচন পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব ডিলার নির্বাচন কমিটির সভাপতি শাম্মি আক্তার বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন সম্পন্ন করতে পেরে ভাল লাগছে।

Share This