
পার্বতীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ চিকিৎসা সেবা প্রদান

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিশেষ চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার এই সেবা প্রদান করছে। প্রতি বছরের ন্যায় এবারেও রমজানের প্রথম দিন থেকেই তাঁরা এই কার্যক্রম পরিচালনা করছে এবং রমজানের শেষ দিন পর্যন্ত তা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়,ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টার পার্বতীপুর একটি কল্যাণমূখী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ইসলাম ক্লিনিকের সার্বিক সহযোগিতায় ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ হোসায়েন শিশু ও শিক্ষা ফাউন্ডেশন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ৩১তম বর্ষপূর্তি। স্বল্পমূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রতি সোমবার ফ্রি প্রেসক্রিপশন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে ফ্রি হেলথ ক্যাম্প, ফ্রি ডায়াবেটিক ক্যাম্পেইন, চক্ষু শিবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, করনা কালীন সময়ে শীতবস্ত্র ও ফ্রি মাস্ক বিতরণ ইত্যাদি বহুবিধ জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে ইসলাম ক্লিনিক এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালক মোঃ মোফাক্ষারুল ইসলাম জানিয়েছেন।