বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মধুখালীতে গ্রামীন সড়কের সরকারী গাছ কর্তণ

মধুখালীতে গ্রামীন সড়কের সরকারী গাছ কর্তণ

১০ Views

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৬মার্চ ২০২৫খ্রি. বৃহস্পতিবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে গ্রামীণ সড়কের সরকারী গাছ কর্তণের তথ্য মিলেছে।
৬ মার্চ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে ডুমাইন গ্রামের মোল্যা পাড়া বকুল মোল্যার বাড়ীর সামনে গ্রামীণ সড়কের সরকারী গাছ বিক্রয় করেছেন স্থানীয় হাসনুর রহমান মোল্যা ও তার চাচাতো ভাই ওবায়দুর রহমান মোল্যা। গাছ বিক্রয় ও কর্তণের সত্যতা মিলেছে। গাছ কর্তণের বিষয়ে হাসানুর রহমান মোল্যার কাছে জানতে চাইলে তিনি জানান আমাদের জমি আমাদের বাগান। আমার ও চাচাতো ভাইয়ের পাশাপাশি মেহগুনী গাছের বাগান। আমি বিক্রয় করি নাই চাচাতো ভাই ওবায়দুর রহমান বিক্রয় করেছেন ১টি মেহেগুণী গাছ কিন্তু শ্রমিকেরা কেটেছে দুটি। দুটি মেেেহগুণী গাছ কাঠ ব্যবসায়ী আঃ হালিমের শ্রমিকেরা কর্তণ করছেন। যার বাজার মুল্য প্রায় ১ লক্ষ টাকা।
গ্রামীণ সড়কের সরকারী গাছ কর্তণের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ এরফানুর রহমান এর মোবাইলে জানতে চাইলে তিনি বলেন অবগত ছিলাম না । জানতে পেরেছি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

Share This

COMMENTS