বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা অনুষ্ঠিত

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা অনুষ্ঠিত

Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিল কম্পিটিশন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ এ,জেড,এম মেনহাজুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মনজুরুল আল প্রমূখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব। স্কিল কম্পিটিশন মেলায় বিভিন্ন স্টোরে প্রশিক্ষণার্থীদের নিয়ে স্কিল কম্পিটিশনের বাস্তব চিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS