
সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত

৮ Views
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালীপ্রতিনিধি :: সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই মোঃ আমিন উল্লাহ (৫৫) হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টারদিকে উপজেলার ৬ নং কাবিলপুর ইউপির পৃর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে।
জানাগেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর ইউপির ৭ নং ওয়ার্ড পূর্ব কাবিলপু মমিন দরবেশের বাড়ির মনু মিয়ার ছেলে বড় ভাই আবদুল মোতালেব সকালে কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতেছিল এসময় ছোট ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটর। এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে আঘাত করিলে ওই আঘাতে আমিন উল্লাহ গলার নিচে আঘাত পেয়ে আহত হয়।এসময় স্থানীয়রা আহত আমিন উল্লাহ কে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সংবাদ পেয়ে সেনবাগ থানার এস আই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান
জানাগেছে, সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব কাবিলপুরে গ্রামর মাটি কাটাকে কেন্দ্র করে ভাই আবদুল মোতালেবের সঙ্গে ছোট ভাই মোঃ আমিন উল্লাহ কথাকাটাকাটি হয়। যার এক পর্যায়ে বড়ভাই আব আবদুল মোতালেব টালি কোদার দিয়ে ছোট ভাইকে আঘাত কররে তার গলা কেটে যায় এতে ছোট ভাই মোঃ আমিন উল্লাহ মারা যায়।