মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Views

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ; জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারাণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে ব্যানার ফেষ্টুন হাতে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।

এর আগে নেতাকর্মিরা পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে সমবেত হন।

পরে সেখানে মানববন্ধনে পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম, পৌর যুবদলের আহŸায়ক শফিকুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন।

এসময় বক্তারা বলেন, ফসিষ্ট আওয়ামী লীগের দালাল গোলাম কিবরিয়া ষড়যন্ত্র করে কারো মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে বিস্ফরোক মামলা থাকলেও সে ঘুড়ে বেড়াচ্ছে, তাকে এখনো পুলিশ গ্রেফতার করছে না।

তারা, অবিলম্বে অপপ্রচারে জড়িত ওই হুলুদ সাংবাদিকসহ গোলাম কিবরিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবী জানান । নইলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Share This

COMMENTS