শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে প্রকাশিত মিথ্যা, হয়রানীমূলক ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

সৈয়দপুরে প্রকাশিত মিথ্যা, হয়রানীমূলক ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

৬৪ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : গত ১৩ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে অনলাইন পত্রিকা ‘টোটাল পোস্ট ২৪ ডট কম”, “দৈনিক গণজাগরণ’ গত ১৪ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে দৈনিক মাতৃভূমির খবর’, গত ১৯ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে দৈনিক মুক্ত খবর’, গত ২৮ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে ‘বিডি পালস ২৪ ডট কম’, গত ২৯ জানুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে দৈনিক মাতৃভূমির খবর’ পত্রিকাসমূহে “সৈয়দপুর প্লাজা” সম্পর্কিত বিভিন্ন মিথ্যা, হয়রানীমূলক ও বিভ্রাšিকর তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়াও উক্ত সাংবাদিকগণ “সৈয়দপুর প্লাজা” এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ভুইয়া ও প্রকল্প পরিচালক গুলজার আহম্মেদ এর মোবাইলে হুমকী প্রদান অব্যাহত রেখেছে
উল্লেখ্য যে, এস.আর. ট্রেডিং এর একক প্রোপাইটর জনাব মোঃ সামছুল হক ভুইয়া সাহেব পাট মন্ত্রণালয়ের টেন্ডার মারফত সর্বোচ্চ দরদাতা নির্ধারিত হয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করতঃ গত ২০ জানুয়ারী ২০০৩ খ্রিঃ তারিখে তৎকালীন বাংলাদেশ জুট কর্পোরেশনের সচিব আমিনুল ইসলাম (স্বাক্ষরিত) এর নিকট থেকে সাফ কবলা দলিল মূলে (যাহার নং ২৬৮) মোট ৩.৪০ একর জমি ক্রয় করেন এবং উক্ত জমিতে “সৈয়দপুর প্লাজা” নির্মান করেন। ক্রয়ের তারিখ থেকে গত ০৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত উক্ত জমি বা “সৈয়দপুর প্লাজা”র কোন অংশীদার বা পার্টনার বের হয়নি ৷ কিন্তু হঠাৎ করে গত ০৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখে নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও তৎকালীন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মহসিনুল হক, সৈয়দপুর উপজেলা শাখা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ মোস্তফা ফিরোজ, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও ওয়ার্ড শাখা যুবলীগ কর্মী মোঃ আরসেদ আলো, সৈয়দপুর উপজেলা শাখা তাঁতী লীগের সাধারন সম্পাদক মোঃ মনজুর হোসেন (সিয়াম) অর্থাৎ তৎকালীন স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দলীয় প্রভাবশালী ও দখলবাজখ্যাত নেতাদের সমনায়ে একজন বিজ্ঞ বিচারপতির সহোদর ভাই মোঃ রেজওয়ানুল করিম, সৈয়দপুরের কুখ্যাত জাল দলিল সৃষ্টিকারী এস.এম. জিয়া (মুন মৌলভি), এস.এম. নেশাত আহমেদ, রবীন সিদ্দিকী, মোহাম্মদ রাকিব হোসেন মোট ১০ (দশ) জন ব্যক্তি বাদী হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত, নীলফামারীতে একটি মোকদ্দমা দায়ের করেন (মোকদ্দমা নং ঃ- অন্য- ৫৯/২০২৪)। উক্ত মোকদ্দমায় দাখিলকৃত কাগজপত্র সমূহের মধ্যে ৪ জনের যে অংশীদারী দলিলটি মহামান্য আদালতে দাখিল করা হয়েছে সেই অংশীদারী দলিলটি যে ১৫০/- টাকা মূল্যমানের স্ট্যাম্প সমূহের মাধ্যমে সম্পাদন করা হয়েছে সেই স্ট্যাম্প সমূহের প্রিন্টিং তারিখ যথাক্রমে ১০০/- (একশত) টাকা মূল্যমান গত ০২ এপ্রিল ২০১২ খ্রিঃ এবং ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যমান গত ১৩ মার্চ ২০১২ খ্রিঃ এর স্বপক্ষে সহকারী নিয়ন্ত্রক (স্ট্যাম্পস) এর কার্যালয় হতে উত্তোলনকৃত কাগজপত্র আমরা মহামান্য আদালতে দাখিল করেছি। এখানে পিতার জন্মের পূর্বেই সন্তান জন্মগ্রহণ করেছে। এই তৎকালীন স্বৈরাচারী, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দলীয় প্রভাবশালী ও দখলবাজখ্যাত নেতাদের সমন্ময়ে সৈয়দপুরের কুখ্যাত জাল দলিল সৃষ্টিকারী এস.এম. জিয়া (মুন মৌলভি) এর বক্তব্য এবং উক্ত হলুদ সাংবাদিকদের প্রকাশিত হলুদ সংবাদের বক্তব্য হুবুহু এক। এছাড়াও গত ০৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখে এস.আর. ট্রেডিং এর প্রোপাইটর জনাব মোঃ সামছুল হক ভুইয়া সাহেব ও সিনিয়র ম্যানেজার নুর ই এলাহীকে সহ আমাকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ীগণকে হুমকী প্রদান কিংবা যে সালিশি বৈঠক সম্পর্কিত সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

Share This