বাঘায় ভোটার হালনাগাদ কর্মস‚চি ২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় “ সঠিক তথ্যে ভোটার হবো,নির্বাচনে ভোট দেবো”এ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মস‚চি (২০২৫) ২০ জানুয়ারি’ হতে কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের এ কার্যক্রম ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
সেই উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক রোববার (১৯ জানুয়ারি’২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় কমিটির সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুরতানা ডলি।
সভায় উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম জানান,যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার প‚র্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।
ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে: ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)। এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রাশিদের ফটোকপি)।
ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে ঃ নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে । জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে । কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।
আইনগত বিষয় ঃ একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের এ আদেশ মেনে ভোটার হওয়ার জন্য সকলকে আহŸান জানান,উপজেলা নির্বাচন অফিসার। সভায় হিজরা জনগোষ্টির ভোটার হওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (ওসি) আফম আশাদুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)জাহাঙ্গীর আলম,সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা,শিক্ষক বাবুল ইসলাম সহ উপজেলা সমন্বয় কমিটির সদস্যগন।