সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট ২০২৪ প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট ২০২৪ প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Views

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শনিবার (১১ জানুয়ারী) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর আয়োজনে ট্যালেন্ট হান্ট কর্তৃক ১ম বারের মতো আয়োজিত ট্যালেন্ট হান্ট ২০২৪ প্রতিযোগিতায় বীরগঞ্জ সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে উপজেলার প্রায় দুই শতাধিক এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর পরিচালক মোঃ সোহেল রানা’র সঞ্চালনায় মো: সাজ্জাদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ থানার আফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর বলেন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা একটি ভালো উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনের পথ উন্মোচন করে এবং বাস্তবমুখী শিক্ষা গ্রহনে উদ্ধুদ্ধ করবে, ছোটছোট ছেলেমেয়েরা দেশের, সমাজের, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মত করে ভাবছে, তাদের মত করে সেসব সমাধানের চিন্তা করছে এটা দেখা আনন্দের।
প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ১জনকে লেপটপ সহ ১৫ জন স্কুল শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের ৩৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার ১৯ জন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজিউর রহমান রাজু, বীরগঞ্জ সকারী কলেজের সহকারী অধ্যাপক মো: আব্দুল মতিন, দিনাজপুর সরকারী কলেজের প্রভাষক মো: রুবেল ইসলাম , বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক প্রভাষক মো: রোকনুজ্জামান মো :নজরুল ইসলাম খান, প্রভাষক মো: আল মামুন, প্রভাষক মনোয়ার হোসেন এবং ,আজকের পএিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম মিলন, দৈনিক কালের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: সোহেল আহম্মেদ, সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক, মো: এনামুল হক সহ আরো অনেকে। প্রতিষ্ঠানটির পরিচালক মো.সোহেল রানা বলেন,” কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সেইসাথে বীরগঞ্জ উপজেলার স্বনামধন্য কিছু ব্যক্তিকে সম্মাননা জানাতে পেরে আমরা সানশাইন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার আলোকে আলোকিত মানুষ হিসেবে দেশসেরা বানানোর প্রত্যয় নিয়েই আমরা সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করেছি।

Share This

COMMENTS