শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সা’দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সা’দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১ Views

কুষ্টিয়া, ২৬ ডিসেম্বর’ ২০২৪\ টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কিত হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রæত গ্রেফতার, শাস্তি ও সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা উলামা পরিষদ ও তাবলিগী সাথিগণ। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া কালেক্টর চত্তরে অনুষ্টিত উক্ত মানববন্ধনে বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি ইব্রাহিম কাসেমি, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নদভী, কুষ্টিয়া মারকাসের ফাইসাল সাথী শাহিন আহম্মদ, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেকসহ সহ¯্রাধিক মুসল্লি অংশগ্রহন ছিলেন। এসময় বক্তারা বলেন, উগ্র সন্ত্রাসী এই সা’দ পন্থীরা বাংলদেশে ভারতীয় র এর ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে। দেশের মধ্যে শান্তি শৃংখলা ধুলিৎসাত ও অরাজকতা অশান্তি সৃষ্টির জন্য তারা পরিকল্পিতভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। অবিলম্বে সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবী জানান তারা। এছাড়াও মারকাসসহ কুষ্টিয়ার সমস্ত জামে মসজিদে তাদের ঢুকতে দেয়া হবে না বলেও জানান আন্দোলনকারীরা। এরপর টঙ্গী ইজতেমা ময়দানে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও একই দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
এর আগে মারকাস মসজিদ থেকে মিছিল নিয়ে কালেক্টর চত্তরে এসে জমা হয় কুষ্টিয়া উলামা পরিষদ ও তাবলিগী সাথিগণ।

Share This

COMMENTS