ঘোড়াঘাটে অর্ধ কোটি টাকার নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুইজন আটক
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাক্ষ টাকার মুল্যে নেশা জাতিয় নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছেন ঘোড়াঘাট থানা পুলিশ। (১৮ ডিসেম্বার) দিবাগত রাতে উপজেলার ৪ নং ইউনিয়নের কামদিয়া রোড রনি কল সংলগ্ন পাকা রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে নিষিদ্ধ ট্যাবলেট সহ দুই জন কে আটক করা হয়। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত(ওসি) নাজমুল হক সকাল ১১ টায়প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোড দিয়ে মাদকের বড় একটি চালান প্রবেশ করনে। এমন সবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল চেক পোস্ট বসিয়ে ২২ হাজার পিচ নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত(৩৭) দিনাজপুর জেলাার ঘোড়ঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলির ছেলে অঁিখিনুর মিয়া (৩৬) আটকৃতদির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। এব আটকৃতদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।